তোমায় আদর করতেই তো চাই।
তোমায়।
তুমি দূরে সরিয়ে রেখেছ।
আদর নয়, অভিশাপ জড়িয়ে
মাখিয়ে দিচ্ছো কুৎসা।


সাধারণ কবি দল
এসবকে কবি গান ভাবে।
আন্টনির কষ্ট হয়।
আন্টনির আদর তুমি প্রত্যাখ্যান করলে।


ঠিক করেছ,
আমি তো যীশুকে ভালোবাসতে পারিনি।
সন্দেহ করেছি ঈশ্বর প্রশ্নে...