কষ্টগুলো টপকে টপকে যাচ্ছি,
জীবনের সমস্তটুকু পেরিয়ে যাচ্ছি অবিরাম।
কাজগুলো মিটে গেলে
নতুন কাজ ভিড় করে রোজ।
ভিড় কী করে না আমরাই খুঁজে চলি
কাজের গন্ডি পেরিয়ে আবার নতুন কাজ!

আমরাই হয়তো কাজ চাই
আমরাই হয়তো কাজের মতো কাজ খুঁজি
আমরাই খুঁজি।

কষ্ট টপকে টপকে কাজ।