খারাপ সময় শেষ হলেই তুমি আসবে, অফুরান...
উন্নতির আবেগ শেষ হলে জাগ্রত সকালে
নাবিক মন, জেগে উঠবে রঙমঞ্চে। আত্মহননে।
সেখানে এক রাত্রির সমীচীন আবেগ নেই,
নেই বেঁচে থাকার অমরকথা। কেবলই শান্তি
অভিসার। ইচ্ছে ডাহুকের অচেনা ফুলে
মনকেমনিয়া ফেরিওয়ালা ফিরছে, বিমূর্ত।
কলসে জল নয়, বিষাদ মাখিয়ে দিও
সূর্য প্রভাবিত উদয়-অস্ত ভালোবাসায়,
নাগরিক শান্তি জন্ম নেবেই।
স্টেশনে অপেক্ষারত ট্রেন জানে গন্তব্য...


পাতা লাইনের সংগ্রাম চাঁদের মতোই রূপকথা।