আজ আর খুঁজব না আলো
তুমি সামনে এসেছো।
দূরে নয়, কাছাকাছি নদী উপত্যকায় ।


কেন এলে, এখানে বারুদ গন্ধ
ওপারে বর্ডার ও শত্রু চোখ
চলে যাও
চলে যাও


আমি নিজে শহিদ হতে পারি
তুমি নয়
তুমি নয়


কবিতার তুমি বড্ড কাছের
মায়েরই মতো
স্রোতস্বিনী...