এক আকাশ পাখিরা স্বপ্ন হয়ে যায় মনের না-পসন্দ বুকে
মৃত শহরে ভালোই আছে, বেবাক ভোলার সুখে।
আমার নাকি শহর ছিল, গাড়ি ছিল, বাড়িও একটা বটে
এখন শৈবাল শিরায় জঙ্গলজন্ম, বুঝেছি এ ঘটে।
ফেরিওয়ালার মতোই উড়ছি আলোয়, নানা কথার ভিড়
আমরা সবাই জীবনবোধে উবাচ বলেই অস্থির।
কী বলেছি স্টেজে উঠে, তার চেয়ে প্রিয় ছবি তোলার রেশ
ফেসবুকেতে বাছাই ছবি...লাগছে আমায় বেশ।
আতরনামার সুফিয়ানায় সমাজচলতি তুমিও বড্ডরকম ফাঁপা
রবি ঠাকুর কতটা মেখেছ, কতটা উদ্বায়ী সব মাপা।


গায়ের গন্ধ রবি, নেতাজী, নজরুল থাকলেই তুমি দামী নাকি
আদর্শহীন বাঙালির মুদ্রাদোষটুকুই যে খাকি।
শূন্য দেখে হুজুগ তোলে, রাধা-মন অভিসারের পথে হাঁচি
এসব নিয়ে উজ্জীবিত প্রিয়, মৃত শহরেই বাঁচি।