ঘুমের কবরে খড়ের চুল্লিতে শিশির জমেছে পরিচ্ছেদে,
টিডিএস-এর মতোই প্রাক্তনীরা ফিরে আসে স্মৃতি-ভোরে
অমলিন রোদ্দুর শ্যাওলা নিরুদ্দেশে হাফিয়ে যায়, অনাবিল
না বোঝা কবিতার চোখ মুহূর্তকে খুঁজে নেয় দোলা ভোরে
ট্রেন থেকে নেমে আসা কুলি জানে না, এভাবেও বদলায়
দিনকাল। সকাল। রুটি রুজি।


আগুন লেগে যাওয়া হৃদয়ের জন্য দমকলকে খবর দিও না
একটা গোলাপ গাছ লাগিও,
অমরত্বের উক্তিতে- ‘আজও তোমাকেই ভালোবাসি...’
© সোমাদ্রি সাহা 2018