হাঁটু প্রতিস্থাপন করার পরে ভালোই হাঁটছি
ভালোবাসাকে প্রতিস্থাপন করতে পারেনি।


অন্ধকারের সূর্যকে দিনে পরিস্কার লাগে খুব
বিবাহ আসলে রোদচশমায় গোয়েন্দার রূপ।


অর্ধেক পথ গিয়ে মনে এলো ওষুধ ভুলেছি
জীবন সায়াহ্নে তোমায় ভুলতে পারিনি, মন...


আমি বিরিয়ানি নয়, পায়েস, কাটলেটে খুশি
রূপকল্পের যাত্রায় আদরিনাকেই খুব পুষি।


সারাজীবন ভালো কবিতার সংখ্যা বড্ড সীমিত
চার ফর্মায় চারটে ভালো হলেই, কবি ভালো।


সারাজীবনে তুমি পাঁচবার আমার প্রেমে পড়ো, মন
তারপর সাত জন্ম ভালোবাসা ফ্রি...