আলো ভোর ডাকছে তোমায়
জামায়-ঘামে, অবিরামে।
সকাল-সোনা, পাখি ডেকো না
ঘুমাতে দাও, অছিলা নামে।


এসো বসি, সবুজে, অর্কিডপ্লাই
ভালোবাসাকে করো না যাচাই...


আলতো করে গালটা টিপে দাও
প্রতিদিন তুমি আমাকে ভাবাও,
প্রতিদিন ভাসিয়ে দাও নগরে
খুঁজি তোমায় পাপরির সাগরে।


কোথায় তুমি, কতদূর, এই তো ছিলে কাছে
আমার মনটা তোমার মনে আজও বেঁচে আছে!
আসছো কাছে, যাচ্ছো দূরে, রবি ঠাকুর মাস
তুমি দিচ্ছো আমায়, ভালো থাকার আশ্বাস।
ব্যস্ততা পেরিয়ে, দূষিত পা এড়িয়ে, এসো মন
ভালোবাসো মা-মাসে, অ্যাভেঞ্জারহীন প্রতিক্ষণ।


বাস্তবে মন চাই, ভালোবাসা চাই
কল্পনা অনেক যুগ আগে হারাই,
সীতার চোখে জল, অশ্রু সম্বল
পেরিয়ে তোমাকে পেয়েছি প্রবল।


এসো মিশে যাও নগরের অলি-গলি-রাজপথে স্লোগানের মতো
প্রেমের জন্য চব্বিশ ঘন্টাই শ্রম দেবো, মিটুক শ্রমিকের ক্ষতো।


ভাষাশ্রমিক লাল সেলাম বলেছে অনেকবার, অনেক ভাবে
এবার, ভালোবাসার মোড়ে সোম শুধু চুমু সেলাম বলে যাবে।