কুয়াশা ভালোবাসার চাদর
আমার জীবন্ত আগ্নেয়গিরিকে
আদর দিয়েছে নারকেল মুড়ির গন্ধে।
বাউল পেরিয়েছে কৃষি মাঠ
কৃষকের চোখে তখন ফিঙে জল
নতুন শাক সব্জির দোলায়
স্পষ্ট হচ্ছে সরষে ক্ষেত।


দাঁড়াই। দূরে মানুষ পরিবার।
অনেক স্বপ্ন


তুমি এগিয়ে আসছো নুপূর শব্দে
এই শীতের নলেন গুড়ের পায়েসে
শুধু নবান্ন নয়
বউ গন্ধ লেগে আছে।


কুয়াশা চাদর ভ্রম নয়
চিরকালীন পান্ডুলিপি।


এসো নবান্ন দিনে অতিথি
আলাপ করাবো কবিতার ভালোবাসার শাড়িতে