টিউলিপ ঠোঁটের অন্দরে এক সমুদ্র ভালোবাসা
সহস্র ক্লেশের যাত্রাকে শান্তি দ্যায়, আরাম বাগিচায়
আলো হয়ে উড়ে যাওয়া বক, কাশ ফুলের অবশিষ্ট
অনন্ত যৌবনের স্রোতে ভাসিয়ে দ্যায় টীলার খনিজে...
প্রকৃতি-হাওয়ায় তোমার মণিতে মা-দুর্গার আবেশ।
বার বার আমি হারিয়ে যাই কলমে-কাগজের মুখে।


তুমি এসে দাঁড়াও ব্যালকনিতে।
আমার দ্রুত চোখে আবদ্ধ হও টানেল আলোয়
টানেলের অন্য দিকে সভ্যতা দাঁড়িয়ে


সে সভ্যতা পেরিয়ে এলেই উপত্যকা
মানুষেরা তারই নাম দিয়েছে ‘কবিতার মেলা।’