আমি ওকে কিছুতেই পাচ্ছি না,
হারিয়ে গেল সে,
বয়ে গেল শৈশব সময়,
অনেক বিষাদ নেমেছে মেঘ-এ
আমিও অন্তহীন নাবিক আজ খুঁজেই চলেছি।
সে নেই। একা। একাকিত্ব।
একাই দুর্গার মুখ দেখছি, ভিড়ে...
ঢাকের বাদ্দিতে হাঁটছি, একাকিত্বে।


হঠাৎ জড়িয়ে ধরলো --
‘আমি জানতাম খুঁজতে খুঁজতে বাগবাজার সর্বজনীনে আসবি,
আমাকে কেমন মিস করলি, বল...’
আমি মাথায় চাটি মেরে বললাম ‘সিমটা বদলালে জানাতে হয়।
শুধু মিস করিনি, ছোটোবেলা থেকে দেখছি কিন্তু
আজ বুঝলাম ভালোবেসে ফেলেছি ভীষণরকম।’


বাগবাজার ঘাট, কুমারটুলির গঙ্গার ধার, আহিরিটোলা
লঞ্চে হাওড়া ব্রিজ বদলে যাচ্ছে স্পর্শজন্মে।
বাকিটুকুর সাক্ষী ভয়-শহর। ভীষণরকম...