গনগনে আঁচ মাথার উপর
                        টকটকে লাল শিখা।
কম মোটে নয় রাগের বহর
                      কয়লা আগুনমাখা।।


কার প্রতি রোজ এোধের আগুন
                   বেরোয় আকাশ ফেটে।
সকাল হলেই রাগটা দিগুণ
                 দিনেশ  এতই চটে।।


তোমার আগুন থিতিয়ে পড়ে  রোজ
                             গঙ্গার ঘাটে।
আবার পুনরায়  দেখা হবে নতুন
                            সুপ্রভাতে।।