শীতের ভোরে
       মেঠো পথ ধরে
যাই গুরুমশাই এর ঘরে।
       পড়া না পাড়লে বাইরে দাঁড়
করিয়ে দেবে কান দুটি ধরে।
        গুরুমশাই  বলে কিচ্ছু
হবে না তোকে বলে।
        ছাএ জীবন এমন ই চলে
হাসী  ঠাট্টার ছলে।
       অপমানে মনটা ছোট করে,
ফিরে এলাম আমি আমার ঘরে।
      বইয়ের পাতায় মনটা যদি বা দিলাম
প্রকৃতির টানে আবার দু-পা বাড়ালাম।।