ছাএ আমি একাদশ শ্রেণীর
পরিশ্রময় নয় একটুখানি
করছি যে অনেক কষ্ট
অভিভাবকরা তবু নয় তুষ্ট।
পিতা মাতার আশীবাদে
জানি সবই উৎরে যাবে।
পঞ্চম  থেকে  নবম যখন
ভয় পাইনি একটু তখন
যখনই না দশমে আমি
ভয় পেলাম বেশ খানি
শিক্ষকেরা বললেন সবাই
ভয় পেয় না পড়বে সদাই।
এইভাবে তো পেরিয়ে এলাম
পঞ্চম থেকে দশম শ্রেণী
এটাই আমার জীবন গড়ার
লুকিয়ে থাকার ছোট্ট কাহিনী।