তবু মনে পড়ে গেল !
পুরীর সি-বিচ - এ  বালুর স্তুপের উপর নারীশরীর দেখে
হটাৎ তোমার কথা মনে পড়ে গেল।
গড়েছে হয়ত অচেনা কোন বালুকাশিল্পী,
ঠিক তোমারই মত মুখের আদল
সেই উদ্ধত বুক, ঢালু নিতম্ব -
ওর নির্নিমেষ চোখ দুটো তাকিয়ে আছে আমার দিকে,
ঠিক যেভাবে তাকাতে তুমি পাঁচ কি সাত বছর আগে।
আর ওই ঈষৎ ফাঁক ঠোঁট দুটো
কিছু কি বলতে চাইছে আমায় ?
আমি প্রানপণ বোঝার চেষ্টা করছি , চেষ্টা  করছি -
এমন সময় অনাহুত একটা ঢেউ এসে
সব মুছে দিয়ে গেল !
চেয়ে দেখি অতীত স্মৃতির মত পড়ে আছে
শুধু বালি আর বালি -


ভেবেছিলাম
ভাববো না আর তোমার কথা,
কিন্তু বালুর স্তুপের উপর নারীশরীর
মনে করিয়ে দিল তোমার কথা।