ছেলেটা রোজ রাতে স্বপ্ন দেখত -
তারও একটা বাড়ি হবে
বারান্দায় নতুন শাড়ী উড়বে
সকালে ভিজে চুলের গন্ধে ঘর ম ম করবে ,
নূপুরের ঝুন ঝুন শব্দ হবে
ছেলেটা রোজ রাতে স্বপ্ন দেখত -
নতুন একটা সূর্য উঠবে
জীবনটা তার বদলে দেবে ,
মায়ের মুখে হাসি ফুটবে।
ছেলেটা রোজ রাতেই স্বপ্ন দেখত
কিন্তু ঘুম ভাঙত মনখারাপের সকালবেলায়।
অনেকদিন পর
আজ ভোরে ছেলেটা স্বপ্নে দেখল -
শুদ্ধিকরণ যজ্ঞ শুরু হয়েছে,
মেরিট লিস্টটা খুঁজে পাওয়া গেছে
ছেলেটা স্বপ্নে দেখল -
সরকার নাম ধরে ডাকছে এক এক করে
আর চাকরি দিচ্ছে,
কিন্তু তার নামটা আসার আগেই ঘুম ভেঙে গেল।
না, আজ আর তার মনখারাপ করলো না
অনেকদিন পর আজ একটা নতুন সকাল দেখল সে।