একটা খবরে আজ সকাল থেকে
মনটা খচখচ করছে
সত্তর ছুঁই ছুঁই এক ব্যক্তিকে পুলিশ চুরি, দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে।
চুরি দুর্নীতি আশ্চর্যের কিছু নয়
আশ্চর্যের বিষয় হল ঐ ব্যক্তির
একাধিক বান্ধবী আছে।


মাস কয়েক আগে উড়িষ্যা থেকে
এক ব্যক্তিকে মিথ্যাচার, প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল।
মিথ্যাচার, প্রতারণা কি এমন আশ্চর্যের
আশ্চর্যের বিষয় হল -
ওই ব্যক্তির সাতাশজন বান্ধবী ছিল
আর সে সবাইকেই বিয়ে করেছিল।


আচ্ছা, বান্ধবী পেতে গেলে কি ওদের মত চোর, অসৎ, মিথ্যাবাদী হতে হয় ?
নাকি টাকার পাহাড় গড়তে হয় ?


বান্ধবী পাওয়ার এই যদি নিয়ম হয়
তাহলে,
এই কাঙালের কি কেউ বান্ধবী হতে চায়!