প্রত্যহ


সোমনাথ পাত্র


ভাঙা সাইকেলের আওয়াজ পেয়ে
প্রতিদিন সামনে আসো তুমি
সঙ্গে থাকে চার পাঁচটা বন্ধু বান্ধবী,
প্রতিদিনই
সাদামাটা আলোচনায় সময় কাটে
প্রেমের কথা হয়না মোটে
কেবল
আট দশটা চোখের দৃষ্টি এড়িয়ে
আমাদের চার চোখে চাওয়া চাওয়ি
দুই হৃদয়ের সেতুবন্ধন,
ইচ্ছা করে ঠোঁটে ঠোঁট রেখে
শুষে নিই তোমার লাজুক হাসি
মুখ ফুটে বলি - ভালোবাসি
কিন্তু অনিবার্য বলতে পারিনা কিছুতেই
শুধু মুখপানে চেয়ে থাকি
শেষে তোমার দু'চোখে খুঁজে নিই
আগামী দিনে মিলনের প্রতিশ্রুতি
আর কিছু নয়
এটুকুর জন্যই রোজ রোজ আসা
এটুকুর জন্যই অপেক্ষায় থাকা।