তার বাড়ির উঠান জুড়ে
চেনা অচেনা অসংখ্য ফুলের উঁকিঝুঁকি
সে রোজ সকালে গাছে জল দেয়
তার হাতের একটু ছোঁয়ার লোভে
গাছগুলি বাস করে গাদাগাদি হয়ে
তার মন পাওয়ার জন্য
সবাই হয়েছে জড়ো ঐ প্রতিযোগিতার আসরে
সমস্ত বাগানে খেলে সোনার রবি
গাছে গাছে কত ভ্রমর প্রজাপ্রতি
তার গা ঘেঁষে বয়ে যায় স্নিগ্ধ বাতাস
থম মেরে থাকে তারাভরা ঐ পুবাকাশ
পলে পলে যখন রাত্রি বাড়ে
সে মশার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে,
আর খুব ভোরে উঠে দেখে -
আমি ঘাসফুল হয়ে ফুটে আছি তার বাগানে
নতুন একজন প্রতিযোগী হিসাবে ।