আজ রথযাত্রা
আজ তোমার পাড়ায় এসেছি
রথ দেখতে।
এখানেও শিশুগণ
রথ নিয়ে বেরিয়েছে পথে
পিছনে বাড়ির লোকজন।
একটু দূরে দেখি
তোমার মেয়েরাও রথ টানছে
পিছনে তুমি শাঁখ বাজাচ্ছ
পাশে তোমার বর, তোমার জা, বাড়ির লোকজন
রথ এগিয়ে চলেছে
দূরত্ব বজায় রেখে আমিও
এগিয়ে চলেছি।
এতক্ষন আমায় দেখতে পাওনি
কিন্তু আমার চোখে চোখ পড়তেই
তুমি চমকে উঠলে
তারপর ইশারায় কাছে ডাকলে,
দড়ি টানতে বললে
তোমার সাহস কত !


আজকের দিনে রথের দড়ি টানা
কত পূণ্যের কাজ  
কিন্তু আমি সেই পূণ্য অর্জন করতে পারলাম না !