কথা দিয়েছিলে
চিরদিন কাছে থাকবে পাশে থাকবে
বলেছিলে এভাবে ভাসতে ভাসতে
একদিন আমরা ডাঙায় উঠবো ঘর বাঁধবো


সেই থেকে আজও ভেসে চলেছি
মাঠ পার হয়ে নদী পার হয়ে
দিগন্ত ছাড়িয়ে
দ্রাঘিমারেখা পার হয়ে
বিরহী মেঘের মত ভেসে চলেছি
দূর থেকে বহুদূরে


ভাসতে ভাসতে এতদিনে
তুমি হয়তো পেয়ে গেছো কোনো গ্রাম
কিন্তু আমি আজও ভেসে চলেছি
ভাসছি ভাসছি ভাসছি -
মেঘ ভেজা পায়ে তোমাকে
খুঁজে চলেছি গ্রহতারা দেশে
কোটি আলোকবর্ষ দূরে


বলো বলো চাঁদিনী
কোথায় তুমি কতদূরে ?