আর কতো?
আপনার কাছে আপনাকে করবে ছোট?
তাকাও একবার পৃথিবীর পানে!
স্থির হয়ে চিন্তা করো, সত্যিই এই জীবনের নেই মানে?
তুমি কি দায়বদ্ধ নও নব পৃথিবী-প্রকৃতির প্রতি?
অলসতা, অন্নধ্বংস ,দু'চারটা রমণীর চিন্তায় কি হবে জীবনের ইতি?
কে তোমার পথ রুদ্ধ করে?কেন থেমে যায় আপন গতি?
এই সভ্যতা, বিরামহীন ব্যস্ততা, হাহাকার কিছুই নয় কি তোমার?
তুমি কি দেখনি কখনো অনাহারীর চোখে ক্ষুধার চিৎকার?
উত্তর দাও! থেমে যেওনা আবার!
ছেঁড়া কাপড় পড়ে, রাস্তায় ঘুরে ওরা অনেকর জীবনে এনেছে ঝংকার!
তুমি কি তাদের কেউ নও? শুধুই কি একার?
তোমার জন্য হয়তো পৃথিবী যাবে না থেমে!
কিন্তু আপন পরিবার,জাতি, দেশ পিছিয়ে রবে!
তুমি যদি না জাগো তবে কখনো কি দেশ বদলাবে?
তুমি উত্তর দিও তবেই ভোর হবে।