আমি তুমার জন্য লিখি
তোমার চোখে দেখি,
দোয়েলের ডানায় ভর করে
ধরার ছবি আঁকি।


আমি খুঁজি ঘাসের ভেতরে শ্বাস
অনুভব করি পিঁপড়ের উপবাস,
ব্যস্ত পৃথিবীর ব্যস্ততা ভুলে
ধীরে ধীরে করি সত্যের মহাচাষ।


আমি শুকি জীবিত মৃত্তিকার ঘ্রাণ
সহ্য করি পরপীড়কের অপমান,
পৃথিবীর পরম্পরায় আমি পরবশে ধাবমান
তাই পরশুর পৃথিবী পরাঙ্খুক।


সব বাধা ঠেলে শত জাল ছিঁড়ে
আমি,আমরা বের হব অশুভ শক্তি ফুঁড়ে,
মানবের কল্যাণে হেরিব তারে
যে নিজের লাভ খুঁজে অন্যের ক্ষতি করে।