প্রান্তর প্রান্তে
সমর অর্জুন


প্রভাত কবে পেরিয়েছে
এখন নবজীবনের ভরদুপুর,
ফেলে আসা শৈশব কৈশোর ডিঙিয়ে
বাজিছে নবযৌবনের ঘুঙ্গুর ।
আকাশ দেখার সময় শেষ এবার
সময় এখন আকাশ কে নিয়ে ভাবার,
নিজের সাথে আকাশকে অনেক দূরে নিয়ে যাবার।


সময়ের শ্রেষ্ঠ সাধনার বয়স এখন
এই আঠারোতে করবে যে পণ,
আপন সাধনায় করবেই তা বাস্তবায়ন
তবে এই পৃথিবী তোমার মধ্যে বাঁচতে চাইবে দীর্ঘ জীবন।


থামার এখন আর সময় নেই
সময় সময়ের পথে চলবেই,
কাবু করলে সময়কে
তোমার নিজের কথা একদিন পৃথিবী কে বলবেই।
হারিয়ে যেতে চাই আজ প্রান্তর প্রান্তে!
সেই আশায় আজ তোর চোখের সামনে
কথা দে আজ হারিয়ে দিবি
প্রান্তর শেষ প্রান্তে আমাদের ঠিকই নিয়ে যাবি।।