প্রভাতের প্রথম সূর্যে যেদিন পৃথিবী পেয়েছিল উষ্ণতা,
সেদিন থেকেই প্রাণের সঞ্চার, সঙ্গমে উচ্ছ্বাসিত প্রকৃতির নীরবতা।
শুকেছে সে ঘ্রান মানব কল্যাণ, পেয়েছে হৃদয়ে ভালোবাসা, আত্মার উৎকর্ষতা,
তুমি আমি প্রাণের সন্ধানে খুঁজেছি এই অস্তিত্বের নব বারতা!
আমি আজ প্রাণে প্রাণে পূর্ণ, তুমি সূর্যির জন্য!
তোমার এ দান চির অম্লান, সকল ভাবনাকে করেছে ধন্য।
তুমি যত দূরেই থাকো তোমার এ উষ্ণতা আমাকে প্রতিনিয়ত করে রোমাঞ্চিত!
আমি যে তোমারি অংশ সূচনা হতে..
কভু করো নাকো এই ভালোবাসা হতে বঞ্চিত।