মৃত্যুর মহামারীতে উল্লাসিত আজ বিশ্ব দরবার
করোনার তান্ডবে নিদ্রিত ক্রন্দসীর হুংকার!
যা হবার হয়ে গেছে, সময় এখন সচেতনতার,
হাত ধুবো, মাস্ক পরবো, দূরত্ব বজায় রাখতে হবে সবার।
কে ভাই তুমি মানলে না আইন, শ্রদ্ধা করলে না সরকার?
ক্ষুধার জ্বালা আমরাও বুঝি, ঘরছাড়া নেই যে উপায় আর!
নির্ভাবনায় সচেতনভাবে ছড়াচ্ছো ভাইরাস, এ কেমন অবিচার?
অজুহাতে বলবে ঈশ্বর আল্লাহ বাঁচানোর মালিক কেন এই হাহাকার?
কে বোঝাবে হে নির্বোধ প্রাণী, উলঙ্গ তোমার ভাবনার অলংকার!
বাঁচতে দাও ধরাকে, শোন আশায়পূর্ণ হিয়ার চিৎকার,
যদি না করো এখনি আনন্দ, অভিলাষ, কৌতুহলের সৎকার,
বিশ্ব দেখবে বাঙালিরা মরতে জানে, বাঁচার দায়িত্ব আপনার!
কথা সেই একই, মৃত্যুই কি সময়ের শ্রেষ্ঠ উপহার?
আবারো বলছি, সময় এখন সচেতনতার।