পৃথিবী আজ উত্তপ্ত
পাখিদের নীড় ঝলসে গেছে!
উল্লুকের উৎসব কান্নায় সুপ্ত
ক্ষুধা, মৃতপ্রায় শুকনো কুকুরের পেটে আছে বেঁচে।


মেঠোপথ, অলিতে গলিতে মহামারী হাটে নিস্তব্ধে
‌কত মাস্তান প্রভাবশালীদের ক্ষমতা আজ তাহার হস্তে!
বছরের-পর-বছর ঘুম নেই ভয়ের শব্দে,
ঘরবন্দী মানুষ ঘরহীন! চেনা সীমানায় চায় উড়তে।


‌ইচ্ছা, আকাঙ্ক্ষা কবে গেছে নির্বাসে
ফসলের মাঠ ক্রমেই হচ্ছে মরু,
শকুন, কাকের হাসি বাতাসে আসছে ভেসে।


প্রাণপণ চেষ্টা মিটচ্ছেনা তেষ্টা
কখন ? কবে ? কি করে হবে?


আজ বিশ্বাসই শক্তি, স্বপ্নই সাহস !
বুকভরা নিঃশ্বাস নিব প্রকৃতির বুকে,
যেথা থেকে স্বপ্ন আসে হেঁটে চলছি সেই স্বপ্নলোকে।