ভেবেছিলাম হারাবো না কিছুই
পৃথিবীর সম্মুখে উন্মুক্ত সমরে,
অস্ত্রহীন আন্দোলনে,কাঁটাতার নিশ্চিহ্নে এগোবই! প্রতীকের পৃথিবী ততো জাতি-ধর্ম-বর্ণ বিভেদে চেপে ধরে।
উত্তরণের ঢেউ তৈরি করবে কে ?
তুমি, আমি ,না ঈশ্বরে?
যে কঠিন সমুদ্র আমরাই পারি দিয়েছি
সভ্যতার সকল অসভ্য যুগ এড়িয়েছি,  
যেখানে প্রমাণ করেছি মন্ত্রের চেয়ে যোগ্য যন্ত্র!
সেই যন্ত্রে কেন এই সহজ পৃথিবী আজ ধ্বংস ?
রক্তের জন্য ?অর্থের জন্য? হিংসার জন্য?
মানবতা হারিয়ে যদি খুঁজো অন্ন,তবে হও তুমি ধন্য!
যেখানে বিবেকের কোনো দাম নেই, নেই সেখানে কোন প্রশ্ন।।