আমি প্রেমে পড়ি বারবার প্রেমে পড়ি-
তোমার ঠোঁট নাক চোখ এবং কৃষ্ণ কুন্তলের।।


আমি বিমোহিত হই
উন্মাদ ও বিকশিত হই
আমি অবিশ্বাসী হই স্বীয় চোখের অবিশ্বাসী- তাই নির্নিমেষ তোমার নিটোল মুখপদ্মে চেয়ে থাকি!


এবং
আমার যা কিছু অবিশ্বাস হতে থাকে
নিজের অস্তিত্ব তোমার সত্যতা কে আমি বিশ্বাস করতে
তোমার মুখোমুখি আমি নিশ্চল হই।


আমি তোমাকে দেখি
তোমার ঠোঁট নাক চোখ কৃষ্ণ কুন্তল দেখি
আমি স্রষ্টাকে ভাবি এবং অন্যমনস্ক হই।


আমি তোমাকে ভাবি
আমি স্রষ্টাকে ভাবি
আমি চোখ বন্ধ রাখি স্বপ্ন দেখি এবং অন্ধকার অন্তিমকালে নিমজ্জিত হই!


ঐ অন্ধকারে
ঐ অন্তিমকাল অথবা ইন্দ্রলোকে
ছায়া ছায়া তোমার অস্তিত্বের আলো দেখি
আমি তোমার সত্যতা পেয়ে ইহলোকে তোমার সম্মুখে ফিরি।


আমি প্রেমে পড়ি বারবার প্রেমে পড়ি-
তোমার ঠোঁট নাক চোখ এবং কৃষ্ণ কুন্তলের প্রেমে পড়ি।।