শীতের প্রকপে ঘুমন্ত প্রকৃতি
আজ জেগেছে নতুন পল্লবে
পলাশ, শিমুল, বনজুঁই
ফুটেছে তুরু শাখে শাখে।


প্রকৃতিতে বসন্ত এসেছে।


ফাগুনের আগুন লেগেছে
কৃষ্ণচূড়ায়
বাসন্তী ছোঁয়া
চম্পা-চামেলী, লেন্টানায়।


কিশোরী মন উচ্ছ্বলিত
বাসন্তী শাড়ীতে
বরণে ব্যস্ত বসন্ত।


পথে প্রান্তরে মানুষের ঢল
লাল-বাসন্তীর সমাগম
হাতে হাত রেখে বসেছে সবুজ ঘাসে-
প্রেমিকের দল।


গোলাপে গোলাপে সয়লাব
প্রিয়কে প্রিয়ার
আর,
প্রিয়াকে প্রিয়র জয়লাভ।


এ যে বাসন্তী মেলা...
প্রাণের উচ্ছ্বলে যৌবণ জেগেছে।


প্রকৃতিতে বসন্ত এসেছে।