রক্ত হবে আমার?
শিরা-উপশিরায় বইতে।
কিংবা, কষ্ট?
হৃদপিন্ড আকড়ে ধরে থাকতে।


নিউরন হবে আমার?
আমার মস্তিস্কের আনাচে কানাচে।
কিংবা নিউক্লিয়াস ,
যাতে শরীর জুড়ে তোমার আভাই নাচে l


আমি ভেবেছিলাম তুমি প্রেম হতে চাইবে,
হৃদ স্পর্শ পেতে।
ভেবেছিলাম তুমি নিউরন হয়ে সুখময়
মনানুভূতি চোখে মুখে প্রকাশ করবে।
অথচ তুমি নিউরণ, নিউক্লিয়াস হতে চাইলে, বৃত্তের কেন্দ্র হতে।
তবে হয়ে যাও
আমি ইলেকট্রন হয়ে আবর্তন করবো তোমাকে ঘিরে।


তবে এসো আজ সেই ইতিহাস গড়ে দেই
গড়ে তুলি এক অভূতপূর্ব সম্পর্ক।
প্রেমিক প্রেমিকা নয় - বিশ্বসেরা বন্ধুত্বের পবিত্র বন্ধনে
ছাপ রেখে যাই এসো পৃথিবীর প্রতিটি নির্মানে l
যেন আমরা ফুরিয়ে গেলেও আমাদের অস্তিত্ব না মরে
বেঁচে থাকে আমাদের নিঃশ্বাস প্রাণহীন, মহাসৃষ্টির গহ্বরেl


এসো রেখে যাই আমদের অনুভূতি
প্রতিটি সৃষ্টির কেন্দ্রাণু করে
বিশ্বাসই যেখানে রক্তকণিকা, হৃদযন্ত্র কেন্দ্র করে।