তুমি  যেদিন  হলুদ সোনালু  দেখতে  চাইলে
আমি চোখ  বুজে পুরো  ঢাকা শহর তছনছ করেছিলাম।


এই  মানুষের  শহরে  কোথায়  হলুদ  সোনালু  পাবো!


অফিস  শেষে বিকেলর মিষ্টি আলোতে  ছুটে গেলাম চন্দ্রিমা উদ্যানে,
আমি  ওখানেই  খুঁজে  পেয়েছিলাম হলুদ  সোনালু আর কিছু জারুল ফুল।


চক্ষু লজ্জা ভুলে,
তোমার জন্য নিয়ে এলাম।


তখন আমার অনুভূতি-  আমি এক অষ্টাদশী।
অথচ  আমার  অষ্টাদশে দশ  যুক্ত হয়েছিল- তুমি  জানতে।


ফিরে আসতে পার্লামেন্ট ভবনের
সদর গেটের রাস্তা ধরে, দু'পাশ দিয়ে
সারিবদ্ধ কত হলুদ সোনালু, আমার বুক কাঁপছিল- প্রহরী টপকিয়ে তবুও কয়েকটা.....


তারপর  মৌমাছি, প্রজাপতি
ঘাসফড়িং, কস্তুরী, দিয়েছি কত হিজল  ফুল।।


মাঝে মাঝে সময় পেলে দীঘির পাড়ে যেতাম
যদি তোমার জন্য জলজ অথবা সবুজে কিছু খুঁজে পাই,
রোজ তোমার জন্য কিছু না কিছু পেয়ে যেতাম- তখন যদি সত্যি আমি অষ্টাদশী হতাম!