ওরা  পুরো  পৃথিবী  টেনে  নিয়ে  যাক
যেমন  করে  ধোঁয়ার  সাথে  নিকোটিন টেনে  নিয়ে  যায়।


ভাল,  মন্দ  সব  টেনে  নিয়ে  যাক
যদি  সেই  টানে  যুদ্ধ  লাগে, ভাল-মন্দে
তবে  ধ্বংস শেষে  ভাল অথবা  কেবল  মন্দ  বেঁচে  থাক।


অসংখ্য মৃত্যুর  পর  যেন  ভাল-মন্দ পাশাপাশি  না  বাঁচে
কিংবা  সংমিশ্রণে।


মানুষরা ধানের  চিটা  অথবা  মুক্ত  আকাশে  এক টুকরো  কালো মেঘ
উদাহরণ  টানবে-


কোথাও  স্বচ্ছতা  নেই
কি করে  মানুষে  থাকবে!


তার  থেকে  যেভাবে  চলছে-  চলে  যাক
অথবা  সব  নষ্ট  হতে হতে  
নষ্টে বিতৃষ্ণা  লেগে  যাক।


তবুও  মানুষ,  
একটা নষ্টের  অথবা  স্বচ্ছের পৃথিবী পাক।