চোখ-ই জানে চোখের কলরব
কবে থেকে থেমে থেমে গেঁথে গেছে সব।
কয়েকটা খেজুর পাতার চড়কি উড়িয়ে শৈশব
                      চলে গেছে
                     জেনে গেছে
আনন্দ ভেঙে গেছে বয়সের দুপুরে -
              বুকের মধ্যে দেখেছে
সময়কে পুঁতে দিতে - বয়স্ক নীরব।