একদিন ডাকছিলাম তোমারে - জ্যোৎস্নার ভিতর
তোমার উঠান শ্যাষে চাঁদ ধরে - মাচার উপড়
লাউ - ঝিইঙা - শিম - চালি কুমোড়
তুমি আসবা কইছিলা- বসবা কইছিলা
চাঁদের আড়াআড়ি
ঘাসের মুখে - হাতের আদর কাড়াকাড়ি
কইরা বুলাইবা গায়ে; জোস্নার ভিতর।


এমন সাধের সন্ধ্যা ছিলো
এমন সাধের আগুন ছিলো সবুজ কেরাসিনে
- অপেক্ষাতে - কাছে দুরে  ম্যাঘ ছিলো না কোথাও


তোমারে দেখবার চাইছিলো
হলুদ আলোয় ঝিঁ ঝিঁ'র চোখে রাত ঘুমানো ফিঙে,
দেখবার চাইছিলো এমন অশান্ত মনডাও।


কিন্তু সেদিন আইছিলা না, আইছিলা না তুমি -
                      তোমার ঘোর
পুবান হাওয়ায় পাক দিয়া ওঠে বুকে -
আউলানো রাত শ্যাষ হইলে শালিক ডাকে
                       জোস্নার ভিতর
                          কথা থাকে


তোমারে কই নাই, কই নাই সে কথা- বুকের মধ্যে ঘোরে বারোমাস
জলের মধ্যে চাঁদ ডুইব্যা গেছে- মাঝে মাঝে ভাইস্যা ওঠে
                       জোস্নার সর্বনাশ।