এই আক্রান্ত পৃথিবীর গর্ভে
কতখানি ভালো আছি, তা জানে সর্বে
এক বুক কার্বন বিহীন শ্বাস
এই এখন বেচে থাকার একমাত্র বিশ্বাস।


ফুল হাসে পাখি হাসে
সুঘ্রাণ আছে বাতাসে
বনের পশুরা করেছে সন্ধি
আজ মানুষ হয়েছে বন্দী।


ধরণীতে আজ ঘটেছে মহামারি
মানুষের  বুকে ভীষণ আহাজারি
বেড়েছে বেশ হানাহানি-রাহাজানি
তবুও সভ্য হয়ে অসভ্যতার ঘানি টানি !


শুন্যে তুলে মাথা
বলি আছে মনের যতো কথা
ভরে দিওনা জটিল ব্যামোতে বিশ্বমাতার থলি
এই বন্দনায় মশগুল থাকি ওহে পরাক্রমশালী ।