গভীর রাত,নিষ্প্রাণ প্রায় শব্দহীন বসুন্ধরা,
হঠাৎ চুড়ির মৃদু ঝন ঝন শব্দের সাথে
ফিস ফিস আওয়াজ...
ইশ রাতটা যদি আর একটু দীঘল হতো?


ক্ষণেই নির্জীব ধরণীকে জীবন্ত করে
ঢনঢন শব্দে কেশে ওঠে
পাশের বাড়ির শয্যাশায়ি বৃদ্ধ।
আকুতি ভরা কন্ঠে বলে....
আল্লাহগো এই শীতের বুড়া রাত গুলা কেন পার হয় না?
অতঃপর দুজনারই ভোর হয়,অথবা না....






#সলংগা, সিরাজগঞ্জ
২৪/০১/২০১৬ ইংরেজি