ছাব্বিশ পেরিয়ে আজ সাতাশ বসন্তের সম্ভারে নুয়ে পড়েছি
গাছে গাছে আম্রমূকুল , কচি পাতার সাথে-
প্রকৃতি সেজেছে আজ বাহারি রঙ্গে,
তার আপন রূপে ।
কোকিলও বোধ করি ডাকছে তার আপন স্বরে
কোন এক ঘন পুষ্পমনঞ্জুরিত বনে ।
এই নাগরিক জীবনে কোকিলের স্বর অমূল্য,
ঐ বাহারি রং কিংবা কোকিলের ডাক
কোনটাই আমায় ছুঁয়ে যায় না এই নাগরিক জীবনে ।
জনবহুল পথে শুধু গাড়ির  হর্ণ, রমণীর হলদে আভা
ঝলসানো মেকাপ আর অপ্রাকৃতিক গন্ধের মুখরতায় -
আমার ব্যর্থ বসন্ত খুঁজে ফেরা।




# ঢাকা, ক্যান্টনমেন্ট
২০১৭