তুমিহীনা নিদারুন কষ্টের এই নিস্তব্ধ রজনী,
তোমার প্রস্থানে নিউরনে বহে বিরহের প্রবাহ, সেকি তুমি বোঝনি?
বুকের বাঁ পাশে কার্যরত হৃদপিণ্ড ক্রমশঃ ওঠে কেঁপে,
পেয়ে হারানোর বেদনায় এ-মন নিভৃতে ওঠে ক্ষেপে।


তোমায় নিয়ে মেটেনি আমার আকাশ দেখার স্বাদ,
রুপালী আলো জোসনা স্নাত জোনাক জ্বলা রাত।
তোমায় নিয়ে হয়নি দেখা সমুদ্রের বিশালতা,
তোমার কাছে ছিলো বলার একশো একটি কথা!


ছলছল নয়ন,নির্বাক বদন কি যেন বলে গেলে,
থেকে গেলে ক'টাদিন না-হয় হতাম তোমার আদর্শ ছেলে!
সেকি কান্না, কি যে মায়া হে মোর দুহিতা
টনটনে ব্যাথায় বুক ফেটে যায় আমি যে তোর পিতা।


কথা হবে নিশ্চয়ই, ওপারে তোমার সনে,
এই আরজ করি খোদার দরবারে মনে প্রাণে।
দু'হাত ভরে তুলে নিব জান্নাতি ফুল,
পেয়ে যাবো নিশ্চয়ই সেদিন দু'কূল।