রাস্তার মোড়ে মোড়ে
গ্রাম-বাজারের প্রাবেশ দ্বারে
পাতি নেতারা আছে ঘিরে-
করে ফেলেছে লক-ডাউন
তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজে ফেরে এই বুঝি এলো কেউ হতে টাউন?


হাতে নেই গ্লাভস, মুখে মাস্ক, চুমিছে চা-
কিরে ব্যাটা এলি বুঝি ঢাকা থেকে মারবো এক ঘা,
এ দেখি জনগণ হয়েও জনগণের দিচ্ছে বেজায় গুরুত্ব
রাখছে না কিন্তু এরাই আবার বজায় সামাজিক দুরত্ব!  
নেতা আমি আদেশ করেছে আমায় সরকার
তুই ব্যাটা আমজনতা বাইরে কিসের দরকার?
অসুস্থ মা গৃহে কাতরায়,রবো ফার্মেসীতে একদন্ড
বারাসনে কথা,দিলেম কিন্তু পেচিয়ে তোর মুন্ডু!
বন্ধু হে বলিলাম কিছু কোন এক গ্রাম্য লকডাউন এর কান্ড।