যে এক টুকরো কাপড়ের জন্য
বিবস্র হয়েছে আমার মা,আমার বোন ,
সফেদ কাপড়ের রং পরিবর্তন করে
পতপত করে পবনে উড়িয়ে জয়ধ্বনিতে
যারা বলেছো আজ আমরা স্বাধীন, মুক্ত ।


আমি তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে
তাদেরই বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলছি ,
তোমাদের রক্তে ভেজা স্বাধীন দেশ -
আরও অধিক স্বাধীন হয়েছে !


সে স্বাধীনতার সুখে উহারা যা ইচ্ছে তাই করছে ।
পরাধীন হয়েছে শুধুমাত্র তোমাদের সারির লোকেরা ;
যারা তোমাদের মোতই এখনো দেশকে ভালোবেসে যাচ্ছে ।


তোমরা তো দেশের সেই ক্রান্তি লগ্নে
ইচ্ছে করলেই দায়িত্বে অবহেলা করতে পারতে ।
রাজাকার সেজে কিশোরীর টসটসে যৌবন একাই
উপভোগ করতে পারতে নরপশুরদের মতো !
প্রাচুর্যের পাহাড় গড়তে পারতে নিমিশেই ।


তবে কেন মরন নেশায় বুদ হয়ে
বুকের তাজা রক্ত সবুজে ঢেলে ,
এঁকে দিলে স্বাধীনতার চিহ্ন ?



#বরপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
২৭/০৭/২০২০ ইং সকাল