যদি বেঁচে থাকি আজ থেকে পঞ্চাশ বছর পরে
গল্প করবো আমার নাতনী র সাথে কোন এক ক্লান্ত দুপুরে,
অথবা কোন এক জোসনা ভেজা রাত্রে কণ্ঠ থর থরে
প্রাণঘাতী এক মহামারী প্রাদুর্ভাব  নিয়ে ।


এসে ছিলো করোনা
একি তাণ্ডব ! সবাই বলতো এটা ধরনা ওটা ধরনা,
ধরলেই যদি হয় সংক্রমণ
এটা ভেবে ভীত সন্ত্রস্ত হত হৃদয় ও মন।