যখন আমার সকল ইচ্ছে শক্তির অপমৃত্যু হবে
তখন আমার আমিত্ত্ব নিশ্চুপ, নিথর আর অবশ হয়ে যাবে
আমার আমিকে ভুলে যাবো বেমালুম
অস্পষ্ট আর ধোঁয়টে হয়ে যাবে আমার সোনালী অতীত
অথবা আরো বেশি মেঘাচ্ছন্ন হবে -
আমার অনিশ্চিত ভবিষ্যতের দিন গুলি ।
আহ! কি অদ্ভুত; ভাবতেই কেমন গা শিউরে ওঠে
সাইরেন বাজিয়ে বলে –
তবে কি তুই মৃত্যুর অপেক্ষাতেই বেচে আছিস ?
মৃত্যু নিশ্চিত, মৃত্যুই মহান ।
হয়তোবা কোন এক কনকনে শীতের দীঘল রাত্রে
অথবা- বসন্তের সুঘ্রাণ বাতাসের দিনে
কিংবা রিমঝিম বৃষ্টির ছন্দ পতনে
আমার জীবনাবসান হবে ;আর সেদিন হয়তোবা
মহাশক্তির ধারালো নখরের থাবায় আমার চির মুক্তি হবে ।
সেই সাথে মুক্তি পাবে আমার প্রতি
তোমাদের ক্ষোভ, ঈর্ষা কিংবা ভালোবাসা
মৃত্তিকার পুরু আস্তরণে ঢেকে যাবে
আমার প্রতি তোমাদের ক্ষণ শোক !