পহেলা মার্চ রোজ বৃহস্পতিবার ,
বেলা ঠিক দুইটা পয়তাল্লিশ মিনিট ।
সৃষ্টিকর্তার অসীম কৃপায় একটি  ফুটফুটে
কন্যা সন্তানের জনক হলাম ।
মাত্র দুই ঘন্টার ভ্রমণেই জীবনের ইতি টেনে
চলে গেল অসীমে ,জন্মের পর থেকেই
মা আর মেয়ে আলাদা শয্যায় ।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমার মেয়ের
ক্ষুদ্র নাসারন্ধ্রে ক্ষুদ্রাকার নল দিয়
জীবনের জ্বালানী প্রবেশ করাচ্ছে-
আর যাদু টা আমার ফ্যালফ্যাল করে আমাকে দেখছে ।


বুকের মানিক কান্না করলে বাবা-মা
তাদের বিভিন্ন ছলে চুপ করাতে মরিয়া হয়ে ওঠে
আর আমি আমার ময়নাটার কান্নার শব্দের জন্য
সৃষ্টিকর্তার কাছে ক্লান্তিহীন প্রার্থণা করে যাচ্ছি ।
যাদুটা আমার দুষ্টুমির ছলে ফুরফুর করে
জ্বিভ দিয়ে বুদবুদ কেটে যাচ্ছে !


ছুড়ি-কাঁচি ওলাদের নির্দেশে
তাকে আরো উন্নতি স্থানে স্থানান্তর করা হলো
মায়ের বুকের অমৃত পান করার পূর্বেই
কচি লাউয়ের ডগার মতো বাহুতে
সূচালো পোকার কামড় বসিয়ে -
কৃত্তিম রসে ভরে দেওয়া হলো
আমার যাদুটার ছোট্ট দেহ খানি ।


আধুনিক চিকিৎসা বিজ্ঞান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
সময়ের দ্রততার সাথে মামুনির কচি দেহ খানি
নিস্তেজ আর হীম হয়ে গেল
প্রভুর ডাকে চলে গেল অসীমে -------



#পাবনা
০৫/০৩/২০১৯ ইং