আমি সইবনা সে অপমান
যবে অবমাননা করবি আমার খোদা- ভগবান।
আমি হই হিংস্র হায়নার ক্ষুধার্ত শত আঁখি,
অথবা হয়েযাই ক্ষিপ্ত বুনো হাতির লাথি;
যবে ধর্মের নামে দিবি সুভঙ্করের ফাঁকি ।


আমি অসাধারণে ভীষণ সাধারণ অতি
তাই ভীষণ অসম্ভবে কামড়ে আছি পল্লী মায়ের মাটি ।
আমি সংজ্ঞাহীন অসুস্থে হাহাকার মায়ের বুকের সন্তান,
সেদিন কেঁদেছিলে মা বুক ফাটিয়ে
শুধু ডেকেছিলে খোদা ভগবান,


দিয়েছ ফিরিয়ে প্রান, মা পেয়েছে  তার নাড়ি ছেরা সন্তান
তাই ধর্ম অথবা মায়ের অপমানে বুকে ওঠে প্রলয়ঙ্কারি তুফান ।
তুমি দিয়েছ সুখ স্বর্গ অমলিন,সাজিয়েছ জীবন সাদা কালো রঙ্গে
তাই ধন্য আমি ধন্য ভীষণ তোমার চরণ চুম্বে ।


আমি আধো গলায় কথা বলা কোমল শিশুর ছোঁয়া,
তবে অবিচার অনাচারে বারুদের ঘর্ষণের মত সৃষ্টি করি ধোঁয়া ।
রসিকতার ছলে রসে ডুবে থাকি তবুও হাসতে পাই কষ্ট,
রাজনীতির যাঁতাকলে আমি সাধারন ভীষণ রকম পিষ্ট!



#বরপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ঢাকা, বাংলাদেশ