আজি সত্যের পথে শক্তি নাই
মিথ্যের চাপে সত্য বলে মরলেম ওরে ভাই,
সত্য কর্ম দেখতে গিয়েও শত্রু হলেম তাই।
তবে কি সভ্য সমাজে সত্যের নাই ঠাই?


ডেকে কহেন বাবু বুঝেছ ব্যাটা,
আমরা হলাম সাদামাটা।
ঝামেলায় জরানো আবার কিসের ঠ্যাকা?
মোড়লের কর্ম যাবে সে পাছে দ্যাখা!


বাবু যা করেছি সত্য কর্ম এহেন
ঠাহর করে একটু যদি কহেন,
মুখোশ ধারির মিথ্যে অভিনয় কেমন করে সহেন?
মিনতি করি বাবু, সমাজ সংষ্কার করেন।




সলংগা, সিরাজগঞ্জ
  ২৫/০৫/২০১৮ ইংরেজি