তোমার সঙ্গমরত সংক্ষিপ্ত সুখের পরে
অপবিত্র গর্ভ ফুলে উঠে পবিত্র হৃদয়ের ভারে।
তোমারই ভুলের অনুশোচনার জের ধরে -
অপোক্ত দেহ বিষের জ্বালায় কিংবা খুঁচিয়ে মরে !


সঙ্গম সুখ তোমার অধিকার, তোমার ইচ্ছে স্বাধীন
সকল সুখ তুমি লুটেছো, ভ্রুণ কে করেছো পরাধীন ।
ভ্রুন কে দিয়েছো দন্ডাদেশ গর্ভ কসাই খানা ,
পবিত্র আত্মার প্রশ্নের উত্তর; আছে কি তোমার জানা?


বল তুমি রবে কোন পক্ষে-
ভ্রুন কে শুধু মারবে পিশে, নাকি তুলে নিবে বক্ষে?
মেনে চলো সকল ধর্মীয় অনুশাসন, কর পবিত্র গ্রন্থের তোয়াক্কা,
অনুশোচনার অনলে জ্বলো, যেন ভ্রুনেরা পায় রক্ষা ।



#বন্ধ হোক গর্ভপাত!


০২-০৭-২০২০ ইং
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ