সবাই যখণ খুঁজে ফেরে স্বাধীনতার স্বাদ,
আমি না হয় শক্ত করলাম পরাধীনতার বাঁধ ।
পরাধীনতার মুকুট পরে রাত দুপুর মাঝে ,
প্রেমানন্দের সুখ খুঁড়ে ক্লান্ত তোমার বুকের ভাজে ।


তোমার রক্তবরণ চোখ আর মিষ্টি শাসন ,
উপেক্ষিত সব; করি কামুক তিমির অন্বেষণ ।
থাকনা উলঙ্গ কিছুক্ষণ দক্ষিণের বাতায়ন ,
তোমাতে আমাতে মিশে রবো সমস্ত নিশি ক্ষণ ।


তোমার বন্ধন করা বেনী কালো কেশে ,
সমস্ত জীবদ্দশা কাটাবো আমি পরাধীনতার বেশে ।
আলতা হয়ে মিশে থাকতে চাই তোমার অধরে,
যেন পরাধীন হয়েও গৃহীত হই ভীষণ আদরে ।


ক্যামেলিয়া শোভিত স্নানের জল হয়ে ,
গড়িয়ে পরবো তোমর গ্রীবা থেকে পায়ের নখ বেয়ে ।
স্নান শেষে কোমল বন্ধনীতে প্রনয় আবেশে
রবো আষ্টেপৃষ্ঠে পরাধীনতার বেশে ।



১৮/০৫/২০২০
#রূপগঞ্জ, নারায়ণগঞ্জ