তোমরা তো শুধু জিনিস বুঝো
মানুষের ভালোবাসা বুঝো না!
আছে পার্থিব যত সুখ খুঁজো
আমায় ভাবনা ।


অচিনপুরে র বৃক্ষ তলার আমি ক্লান্ত পথিক
নাহি পাই সারা ভেবে আমি একা,
জীবনের ভুল-সঠিক।


উড়িয়েছি মন ভীষণ অবেলায়
লালচে মেঘেদের ভেলায়
পিঠে চরে তাদের কাটিয়ে দিয়েছি শুরু
প্রণয় আবেগ খেলায় ।


আহা মরি, ডাকি বলি আমার আমিকে
রাখিস নি কেন বিচক্ষণে খেয়াল জীবনের দিকে