প্রাতিষ্ঠানিক কিংবা ধর্মীয় শিক্ষা তেমন নাই
এ সমাজ যা দিয়েছে শিক্ষা তাই করি ভাই
বছর ঘুরে এসেছে কোরবানী
রাখতে হবে বজায় নিজের সম্মানি।


যেন বছর হয়েছে করিনা গোস্ত ভক্ষণ
এবার কোরবানীতে ইচ্ছেমতো করবো তা রক্ষণ।
গরীব, মিসকিনদের সাথে হবেনা ভাগ-বন্টন
প্রতিবেশী কিংবা নিকট আত্মীয় স্বজন।


ধর্মীয় শিক্ষায় কোরবানী তোর ওয়াজিব নাকি ফরজ?
তা নিয়ে উহাদের ভাবার নেই লেশমাত্র গরজ,
ভুলেই গিয়েছি কোরবানীর মাহাত্ম্য
ফুটে তুলতে সোচ্চার শুধু নিজের ব্যক্তিত্ব।


কতো টাকায় কিনেছেন পশু,কত মন হলো গোস্ত?
এসব নিয়ে দিন দুয়েক থাকি ব্যস্ত।
সমাজে দারুণ হচ্ছে ভাঙ্গন বাড়ছে বিভক্তি
গুরুজনের তরে নাই সম্মান কমেছে ভক্তি।



#সলংগ, সিরাজগঞ্জ  
রাতঃ ০৯ঃ১০, ইংরেজি-২০২০